জেলা প্রতিনিধি : ভোলা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নবজাতক সন্তান ও স্ত্রীর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
বুধবার (১৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : মে মাসে বিসিএসের প্রিলিমিনারি
নিহত শামসুর রহমান শুভ (২৮) তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ী গ্রামের মো. মোসলে উদ্দিনের ছেলে। তিনি দৈনিক মাতৃজগত পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
জানা গেছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ভোলা সদর হাসপাতালে শামসুর রহমান শুভর মেয়েসন্তান জন্ম হয়। এ সময় তার স্ত্রীর রক্ত প্রয়োজন হলে একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন শুভ।
আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
এরপর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার
ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, ভোলার বাসস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সান নিউজ/এনজে