গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সচেতনতা মুলক মহড়া দেওয়া হয়েছে।
আরও পড়ুন : গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ৩
গত শুক্রবার (১০ মার্চ) সন্ধায় সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল, পুলিশের পিকআপ ভ্যান নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কে এম আজমিরুজ্জামান একদল পুলিশসহ সাইরিন বাজিয়ে জনসচেতনা মুলক মহড়া করে।
সন্ধ্যার পর অহেতুক বাইরে ঘোরা ফেরা ও আড্ডা বন্ধে কিশোরদের ও অভিভাবকদের নিকট অনুরোধ জানানো হয়। এই প্রথম সুন্দরগঞ্জ পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মুলক মহড়ার মাধ্যমে সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় কি করে সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের যত্নবান হওয়ার আহবান জানানো হয়।
আরও পড়ুন : নিরপেক্ষ নির্বাচন হলে পরাজয় হবে
পুলিশের এ ব্যতিক্রম সচেতনতামুলক মহড়া দেয়ায় এলাকায় অপরাধ মুলক কাজের সাথে জড়িত চক্র কোনঠাসা হয়ে পড়েছে। ফলে এলাকায় সকল ধরনের অপরাধ মুলক কাজ বন্ধ হবে বলে অনেকে মনে করেন।
সান নিউজ/এইচএন