ঠাকুরগাঁও প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধ প্রতিপাদ্য নিয়ে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও পাট বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু
বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা হলরুমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রনজিত চন্দ্র সিংহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব, ডিএন কলেজ উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দশটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ৯ হাজার কৃষকদের মধ্যে উফশী আউশ ধানের বীজ, সার ও ১ হাজার কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।
সান নিউজ/এমআর