জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় এক শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন : নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মাদরাসা শিক্ষক এম এ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও একই এলাকার মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।
আরও পড়ুন : হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেওয়ায় মোটরসাইকেল আরোহী এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন। এদিকে বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম আহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবীর শেখ ও আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : স্ত্রী-ছেলের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু
কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাফিজ জানান, ৩ জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/এনজে