কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ দিবসটি পালিত হয়।
আরও পড়ুন: মোংলায় রুশ পণ্যবাহী জাহাজ
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসকে ঘিরে দলীয় কার্যালয় ও শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫
পৌর যুব লীগের যুগ্ম আহ্বায়ক আতাউদদৌলা বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ২৭ কুড়িগ্রাম -৩ উলিপুর এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগ'র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পৌর মেয়র মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ, সদস্য মতি শিউলীসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সান নিউজ/এমআর