আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ধসে পড়ায়, রাঙামাটির সাজেক ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন : নোয়াখালীতে জিনের বাদশা আটক
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে একটি পাথর বোঝাই ট্রাকসহ বেইলি সেতুটি ধসে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুতে উঠে পড়লে সাথে সাথেই তা ধসে পড়ে। বাংলার ভূ-স্বর্গ খ্যাত সাজেক ভ্যালিতে যাবার একমাত্র সড়ক হওয়ায় বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে পর্যটক সহ এলাকায় বসবাসরত হাজারও মানুষ।
আরও পড়ুন : খাগড়াছড়িতে বর্নাট্য আয়োজনে ৭ মার্চ অনুষ্ঠিত
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বেইলি সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ ৩ দশকের আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলি সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো একবার ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও সাজেকের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিন বন্ধ ছিল।
আরও পড়ুন : মানিকছড়িতে তামাক চুল্লীতে অভিযান
মাইনী বেইলি সেতুটি ধসে পড়ার আশঙ্কা নিয়ে চলতি মাসের ২ মার্চ একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রচারিত হয়।
সান নিউজ/এইচএন