নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মারার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। আদেশে ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: সাবেক মেম্বরকে পেটালেন চেয়ারম্যান
সোমবার (৬ মার্চ) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১ মার্চ সকালে ফকিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে থাপ্পর দেন।
জানা যায়, গত ১ মার্চ সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে ধরা পড়ে ওই চিত্র।
আরও পড়ুন: ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নব-নির্মিত ভবন উদ্বোধন
এতে দেখা যায়, বেলা ১১টা ৩২ মিনিটের দিকে মহাসড়ক ধরে ফকিরহাটের দিক দিয়ে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি উল্টোভাবে আবার সেখানে ফিরে আসে। মিজানুর তা দেখে তার মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে পড়েন। পরে ইউএনওর গাড়িটি তার পাশ কাটিয়ে অতিক্রম করে যাচ্ছিল। এরই মধ্যে গাড়ি থেকে চালক নেমে আসেন এবং তাদের মধ্যে কিছু কথা হয়।
একপর্যায়ে ইউএনও গাড়ির পেছন থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে চেষ্টা করেন। এ সময় গাড়িতে উঠতে না চাওয়ায় সাবেক ওই জনপ্রতিনিধিকে ইউএনও এসে দুটি থাপ্পড় মারেন। এরপরই দরজা লাগিয়ে গাড়ি নিয়ে চলে যান।
সান নিউজ/আর