কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ঘরের চালে টিন লাগানোর সময় মাটিতে পড়ে কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মুন্সীগঞ্জকে ভূমি সেবায় ক্যাশলেস ঘোষণা
সোমবার (৬ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাঠমিস্ত্রির বাড়ী ওই ইউনিয়নের উত্তর দলদলিয়া বখসী পাড়া গ্রামের নবিয়াল মিয়ার পুত্র।
আরও পড়ুন : উন্নয়ন অব্যহত রাখতে মিলেমিশে কাজ করতে হবে
এলাকাবাসী জানায়, সরফদি খামার গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দস ছালামের (৭০) বাড়িতে সোমবার সকালে ঘরের চালে টিন লাগানোর জন্য কাটমিস্ত্রি স্বাধীন মিয়া (২৪) যায়।টিনের উপর থেকে পা পিছলে পরে গেটের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, এতে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশারাফুজ্জামান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।
সান নিউজ/এইচএন