এস এম রেজাউল করিম, (ঝালকাঠি): ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে সদর উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-বিজিবি মোতায়েন
শনিবার (০৪ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাপটপ বিতরণ করেন।
এ সময় আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এই দেশে প্রথম বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি যুগপোযোগী শিক্ষানীতি উপহার দেন। সেই শিক্ষানীতি অনুযায়ী আজ গ্রাম বাংলার স্কুলগুলোতেও শিক্ষার্থীরা ল্যাপটপ পাচ্ছে, মাল্টিমিডিয়া পাচ্ছে এবং আজকের ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাচ্ছে জনগণ। তিনি বিতরনকৃত বিদ্যালয়ের শিক্ষকদের সরকারের দেওয়া এই ল্যাবটবসহ বিভিন্ন সামগ্রীর উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। এসময় তিনি উপস্থিত প্রাথমিক শিক্ষকদের আগামী নির্বাচনে উন্নয়ন অব্যহত রাখতে সরকারের পক্ষে কাজ করতে নির্দেশ দেন।
ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ, নিহত ৫
শনিবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিস গ্রামের আল মদিনা ইসলামী কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রদান অতিথি হিসেবে যোগদান করেন। পরে পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রদান অতিথির বক্তব্য রাখেন।
সান নিউজ/এসআই