জেলা প্রতিনিধি : চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগরে বিজিবির বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন।
আরও পড়ুন : ধর্ম পালনের নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে আজিজনগরের ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর হারবাং আজিজনগর ৯ নং ওয়ার্ড নগর কলাতলি এলাকার আবুল বাশেরের ছেলে মো. হামিদ (২৯), মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৪), মো. সিদ্দিকের ছেলে রাসেল (২৬) ও হারবাং করমুহুরী পাড়ার ৮ নং এলাকার মোহাম্মদ দানু মিয়ার ছেলে মোহাম্মদ নজরুল (৩৪)।
আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোকন রুদ্র জানান, মিনি পিকআপভ্যানটি আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ৬ জন যাত্রী। হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ যাত্রী মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : বরের বাবাকে পিটিয়ে হত্যা
দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সান নিউজ/এনজে