খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় "ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন" নামক একটি মানবিক সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
শনিবার (৪ মার্চ) সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অষ্টম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা-২০২২'র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপত্বিত করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর মেয়র জনাব শামছুল হক।
আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত
এ সময় বক্তরা বলেন, এ ধরনের মানবিক সংগঠনের সহায়তায় এলাকার মেধাবী, অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করলে একজনও বঞ্চিত হবে না। শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশের হাল ধরবে তারা।
তারা আরো বলেন, ইকরা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মেধাবী, গরীব, অসহায়, শিক্ষর্থীদের শিক্ষা বৃত্তি, কৃতি শিক্ষার্থী সংর্বধনা, বিভিন্ন দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, ঈদবস্র, শীতবস্ত্র বিতরন, সরকারী সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ, বৃক্ষ রোপন, রক্তদান কর্মসূচী, এবং শিক্ষা সহায়তা সহ বিভিন্ন শিক্ষনীয় উপকরন প্রদান করে থাকেন।
আরও পড়ুন: বৈঠকে মোমেন-জয়শঙ্কর!
সভায় উপস্থিত ছিলেন, ড: মইনুল হক, মাটিরাঙ্গা সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন আল হেলাল,মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ কাজী মো: সলিমুল্লাহ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আবুল হাশেম, পূবালী ব্যাংক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।
সান নিউজ/এমআর