কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): "ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে" এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: শনিবার কাতার যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন অফিসার শোভন রাংসা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। এ সময় উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, সুধিজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর