সারাদেশ
মুন্সীগঞ্জ বিআরটিএ অফিস

অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে!

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : ২০২০ সালে ১২ জানুয়ারীতে মাইক্রো চালক গোবিন্দ বিশ্বাস (৬০) মুন্সীগঞ্জ বিআরটিএ অফিসে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন। ৩ বছর ঘুরেও তার ভাগ্যে লাইসেন্স নবায়ন মিলেনি? ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খান্দাইল এলাকার গোবিন্দের মতোই বিভিন্ন পরিবহনের অসংখ্য চালককে এভাবেই এ অফিসে ঘুরতে হচ্ছে লাইসেন্স নবায়নের জন্য। তবু মিলছে না তাদের ভাগ্যে লাইসেন্স নবায়ন। এতে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

তাছাড়াও ফিঙ্গার প্রিন্টের জন্য দিনের পর দিন অফিসে এসে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। মুন্সীগঞ্জ বিআরটিএ অফিসে এমনই অনিয়ম, এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, এ অফিসে অতিরিক্ত টাকা দিলে সহসাই মিলে থাকে লাইসেন্স নবায়ন। সরকারি নিয়ম অনুযায়ী পেশাদার চালকের জন্য ২ হাজার ৪৭৫ টাকা ও অপেশাদার চালকের জন্য লাইসেন্স নবায়নে টাকা লাগে ৪ হাজার ১৫২ টাকা। কিন্তু দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন পেতে হলে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করতে হয় চালকদের।

এক্ষেত্রে বিভিন্ন পরিবহনের চালকদের অতিরিক্ত ৭ হাজার থেকে ১২ হাজার টাকা গুনতে হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সরেজমিনে বিআরটিএ অফিস ঘুরে এমন অনিয়মের চিত্র ফুটে উঠেছে।

আরও পড়ুন: আগুনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এমপি স্মৃতি

মাইক্রো চালক গোবিন্দ বিশ্বাস বলেন, আবেদনের পর এ পর্যন্ত এ অফিসে ৫ বার এসেছি। প্রতিবারই ৬ মাসের একটি মেয়াদের সিল মেরে ফিরিয়ে দেয়। আমার লাইসেন্স নবায়ন আর হয় না। তার মতোই ৫ বার এসেও লাইসেন্স নবায়ন করতে পারেননি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের প্রাইভেটকার চালক মো. ইউনুস (৫০)। তিনি জানান, ২০২০ সালের ২৮ ডিসেম্বর লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন। অফিসে আসলেই ৬ মাসের জন্য অস্থায়ী অনুমতি পত্রে সিল মেরে সাক্ষর দিয়ে দেয় কর্মকর্তা।

নারায়নগঞ্জের জালকুড়ির আন্ত:জেলা ট্রাক চালক মো. মিন্টু ৩ মাস আগে লাইসেন্স নবায়নের জন্য পরীক্ষা দিয়েছেন। নারায়নগঞ্জের এক দালালকে ৭ হাজার টাকা দিয়েছেন। ওই দালালই এ অফিসের এক লোকের কাছে পাঠিয়েছেন। তারপর সেই লোকের দেখা না পাওয়ায় পরীক্ষা দেওয়ার শ্লিপই হাতে পাচ্ছি না।

রাজধানীর উত্তরার প্রাইভেটকার নুরুল ইসলাম বলেন, ২ হাজার ৬০০ টাকা ফি জমা দেওয়ার নিয়ম থাকলেও আমার কাছ থেকে নিয়েছে ৪ হাজার টাকা। এ অফিসের ভেতরেই লোক আছে, যারা টাকা নিয়েছে আমার কাছ থেকে। তবে বাইরের দালাল নেই। অফিসের ভেতরের লোকদের টাকা দিলে অন্ত নিরাপত্তা থাকে।

আরও পড়ুন: উমরনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

অন্যদিকে, নতুন লাইসেন্স পেতে পরীক্ষা দিতে আসলেও এ অফিসে বিড়ম্বনার শেষ নেই। পরীক্ষা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা পাওয়া যায় না কর্মকর্তা-কর্মচারীদের। গেলো ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে সরেজমিনে ওই অফিসে তালাবদ্ধ দেখা গেছে। ওইদিন নতুন লাইসেন্স পেতে পরীক্ষা নেওয়ার কথা থাকে। এ সময় অফিসের বাইরে বসে অপেক্ষা করছিলেন অনেকেই।

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার সাব্বির চৌধুরী বলেন, লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে এসে ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছি। দুপুর সাড়ে ১২ টার দিকে অফিস থেকে বলা হলো যিনি ফিঙ্গার প্রিন্ট নিবেন, তিনি নেই। তার মতোই শহরের উপকন্ঠ মুক্তারপুর গ্রামের মো. সোহাগ (২৮) ও আরিফ মিয়াকে (৩০) অপেক্ষমান থাকেন অফিসের বাইরে। অগত্যা ফিঙ্গার না দিয়েই তাদের বাড়ি ফিরে যেতে হয়েছে।

এ ব্যাপারে (বিআরটিএ) মুন্সীগঞ্জ সার্কেল অফিসের সহকারি পরিচালক মো. তৌহিদুল ইসলাম তুষার বলেন, কাউকে লাইসেন্সের জন্য ঘুরতে হয় না। তবে লাইসেন্স নবায়নের জন্য ড্রোপ টেষ্ট ফিঙ্গার দিতে বললে অনেকেই চলে যান। এজন্য তাদের ঘুরতে হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল উদযাপন

লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা নেওয়া হয় না দাবী করে এ কর্মকর্তা বলেন, এমন কোনো অভিযোগ আমি পাইনি। প্রতি মাসে এ অফিসে ২০০ লাইসেন্স আগ্রহীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে ৫০-৬০ জন পরীক্ষা দিতে এসে থাকে। এদের মধ্যে ১৬-২০ জন পরীক্ষায় উত্তীর্ণ হন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা