ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আন্ত:নগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
আরও পড়ুন : বসতবাড়ি জবর দখলের অভিযোগ
সোমবার ( ২৭ ফেব্রুয়ারি ) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক কারবারীরা রবিবার ঢাকাগামী আন্তনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছে।এমন তথ্যের ভিত্তিতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পীরগন্জ থানা পুলিশ।
এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরা দিঘি গ্রামের আলা উদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার।
আরও পড়ুন : নোয়াখালীতে সিএনজি চালককে হত্যা
তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান নিউজ/এসআই