সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোন নিহত

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন : ভোলায় দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে কাজীপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিপি খাতুন (২৬) ও মুকুল হোসেন (৩০)। তারা কাজীপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের সন্তান। আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশাচালক নয়ন ও যাত্রী ফিরোজা খাতুন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কাজীপুরের দিকে যাচ্ছিল। পরে রিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বালুবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে তিন যাত্রী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিপি খাতুনকে মৃত ঘোষণা করেন।

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চারজন এসেছিল। তবে লিপি খাতুন নামে একজনকে আমরা মৃত পেয়েছিলাম। বাকি তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম বলেন, কাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত লিপি খাতুনের বড় ভাই মুকুল হোসেনকে আমরা মৃত পেয়েছি। তবে আহত বাকি দুজন অনেকটা শঙ্কামুক্ত।

আরও পড়ুন : বিদ্যালয়ের ওয়াশ ব্লকে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করা হলেও, পালিয়ে গেছেন ট্রাকচালক ও হেলপার।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা