ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে মেঘনায় অভিযান চালিয়ে ৪ টি অবৈধ পাইজালসহ ৪টি নৌকা জব্দ করেছে প্রশাসন।
আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জসীমউদ্দীনের নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে অবৈধ পাইজাল ও ট্রলার জব্দ করা হয়।
অভিযানে কোস্টগার্ড, নৌ পুলিশ, থানা পুলিশসহ বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, ক্ষেত্র সহকারী শহিদ আল হেলাল, হাসনাত সাজিদ অংশ গ্রহন করেন। জব্দকৃত জাল হাকিমুদ্দিন লঞ্চ ঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।
আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না
আটককৃত নৌকা ২ লক্ষ ৭২ হাজার ৬ শত টাকা নিলামে বিক্রি করা হয়। এসময় আটককৃত ৮২ জন জেলেকে ১ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সান নিউজ/এমআর