মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ রেখা বেগম (৪১) নামে এক নারী মাদক কারবারি'কে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন : নোয়াখালীতে মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!
বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাত পোনে ১০ টার দিকে সদর উপজেলার পঞ্চসারের নৈদিঘির পাথর গ্রাম থেকে ১ কেজি গাঁজা সহ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। আটকককৃত রেখা বেগম নৈদিঘির পাথর গ্রামের মৃত সুমন ওরফে কানা সুমনের স্ত্রী।
এ ব্যাপারে ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদে রেখা বেগমকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা করে বুধবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, রেখা বেগমের নামে ইতিপুর্বে আরো ৩ টি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন : মুন্সীগঞ্জে জেলা ও দায়রা জজ'কে সংবর্ধনা
জেলা কোট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, আসামী রেখা বেগমকে আদালতে হাজির করা হয়েছে। আমলী আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সান নিউজ/এসআই