আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় জোন) সদস্যরা ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসা একটি পিকআপসহ কয়েকটি ভারতীয় গরু জব্দ করেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার নামক স্থান থেকে গাড়ি ও কাঠ জব্দ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার থেকে মালিকবিহীন ভারতীয় ৯টি বড় গরু, ৫টি ছোট বাছুর এবং ১টি পিকআপ গাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত গাড়ী ও ভারতীয় গরু সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কাজ করছে যা আগামীতেও অব্যাহত থাকবে।
সান নিউজ/এনকে