মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : আজ অমর একুশে ফেব্রুয়ারি ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছেন জেলার সর্বস্থরের মানুষ।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন শুরু করে। এতে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস সহ জেলা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি,জেলা জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজসহ বিভিন্ন সরকারি দফতর, স্কুল-কলেজ ও বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে সর্বস্থরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে।
আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্ক-সিরিয়া
পুষ্পস্তবক অর্পণের সময় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার শহীদ মিনার গুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করা হয়েছে।
সান নিউজ/এসআই