সান নিউজ ডেস্ক : ফেনিতে ধানক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হুদা সুজন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে বাংলাদেশ
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল হুদা ভবানীপুর গ্রামের নুর নবীর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, নুরুল হুদা বাড়ির পাশের পুকুর থেকে রাতে বৈদ্যুতিক মোটর দিয়ে বোরো ধানের জমিতে পানি দিতে যান। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক তার ডান হাতে জড়িয়ে তিনি স্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিক্ষিকাকে যৌন হয়রানি, সহ-সভাপতি গ্রেফতার
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, আবেদনের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সান নিউজ/জেএইচ/এসআই