সান নিউজ ডেস্ক : ঢাকার হাতিরঝিলে আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে (২৫) যৌথভাবে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় নিহত ৬
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, সকাল ১০টার দিকে হাতিরঝিলে একটি ব্রিজ থেকে ঐ তরুণী আত্মহত্যার চেষ্টার করছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এর সহযোগিতায় যৌথভাবে তরুণীকে আত্মহত্যার হাত থেকে বাচাঁয়।
আরও পড়ুন : পিএসএলের ম্যাচে কুমিল্লার হেলমেট
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তরুণীটির অসংলগ্ন কথা বলায় পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এই তরুণী মানসিক রোগী। তার পরিবারকে খবর দেওয়া হলে তারা তরুণীকে নিয়ে যেতে থানায় এসেছেন।’
সান নিউজ/এনজে/এমআর