সান নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন আহত বাংলাদেশি হয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯
শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই চীনা নাগরিকের নাম শাউমি (৩৮)। তিনি পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার
পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, নিহত শাউমি ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকতেন। পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে গত তিন থেকে চার মাস ধরে তিনি কর্মরত রয়েছেন।
তিনি আরও বলেন, শনিবার সকালে তিন বাংলাদেশিসহ শাউমি পিকআপ ভ্যান নিয়ে প্রকল্পের কাজে বের হন। এসময় আড়িয়া লখাঁ সেতুর পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাউমি চীনা নাগরিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এমআর