সান নিউজ ডেস্ক : সুন্দরবনের গভীর অরণ্যে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন।
আরও পড়ুন : প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে যশোর থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন। ফেরার পথে ভুল করে ট্রলারটি বনের গভীরে একটি খালের ভেতরে চলে যায়। পথ খুঁজতে খুঁজতে ট্রলারের তেল ফুরিয়ে গেলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন : আরও ৮ জনের করোনা শনাক্ত
এ সময় বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনে অভিযান চালায় টানা ৫ ঘণ্টার অভিযান শেষে রাত রাত ১০ টার দিকে তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
সান নিউজ/এনজে/এমআর