সান নিউজ ডেস্ক : কক্সবাজারে উখিয়ার আশ্রয় ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় একটি শেডের হেড মাঝিও (দলনেতা) গুলিবিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে ক্যাম্প-৮ ও ক্যাম্প-১২ তে পৃথক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত নুর কায়েস (২৫) উখিয়ার ক্যাম্প-৮ ব্লক-বি/৫৭ এর নজুমদ্দিনের স্ত্রী ও আহমদ হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ হেড মাঝি আব্দুর রহিম (৩৮) ক্যাম্প-১২ এর করিম উল্লাহর ছেলে। তিনি এইচ-৪ ব্লকের হেড মাঝির দায়িত্বপালন করছিলেন।
আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ
নিহত নুর কায়েসের মা হাজেরা খাতুন জানান, সকালে ক্যাম্প-৮ এলাকায় তার মেয়েকে আরাফাত হোসেন নামের এক রোহিঙ্গা মাথার বামপাশ ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ নুর কায়েসকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে দাবি হাজেরা খাতুনের।
আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে
ক্যাম্প সূত্রে জানা যায়, আরাফাত হোসেন টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-৫৭ এ বোন নুর হাবা ও ভগ্নিপতি মাহমুদুল হকের বাসায় থাকেন। কি কারনে তিনি গুলি করেন তা জানা যায়নি।
তবে, আরাফাতকে রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে চেনেন অনেকে।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে
অন্যদিকে, দুপুর ১২টার দিকে ময়নারঘোনা ক্যাম্প এলাকায় মুখোশ পরা ৪-৫ জন ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লকের হেড মাঝি আব্দুর রহিমকে মাথায় গুলি করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ জানান, ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্বৃত্তরা ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে টহল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এতে খায়রুল আলম নামের পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এসব ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সান নিউজ/জেএইচ/এমআর