সান নিউজ ডেস্ক : বরিশালের উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উজিরপুরের নতুন শিকারপুর গ্রামের মুন্ডপাশা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
নিহত ব্যক্তির নাম- কামাল হোসেন শিকদার (৩৮)। তিনি শরীয়তপুর সদর উপজেলার কালাই গ্রামের বোরহান শিকদারের ছেলে।
আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের প্রিয়া এন্টারপ্রাইজের মধ্যে মুন্ডপাশা এলাকায় সংঘর্ষ হয়। একটি ট্রাককে অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি সড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন নামে একজন নিহত হন। আহত হন ১০ জন।
আরও পড়ুন: সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র
তিনি জানান, পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সান নিউজ/জেএইচ/এমআর