নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পানিতে ডুবে ১৩৪ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
মৃত ১৬ জনের মধ্যে- লালমনিরহাটে একজন, গাইবান্ধায় একজন, সিরাজগঞ্জে তিনজন, জামালপুরে একজন, টাঙ্গাইলে একজন, মানিকগঞ্জে দুইজন, নেত্রকোনায় একজন, কিশোরগঞ্জে একজন, ঢাকায় চারজন এবং মুন্সীগঞ্জে একজনের মৃত্যু হয়।
গত ৩০ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত সময়ে দেশের ৩৩ জেলায় ১৭১ জনের মৃত্যু হয়। মোট মৃতের মধ্যে পানিতে ডুবে ১৩৪ জন, সাপের কামড়ে ১৪ জন, বজ্রপাতে ১৩ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এসময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ২৭ হাজার ৭৭৩ জন।
সান নিউজ/ আরএইচ