সারাদেশ

টেকনাফে রাজনীতির মাঠ উত্তপ্ত

টেকনাফ (প্রতিনিধি) : কক্সবাজার টেকনাফে বিএনপির কর্মসূচিতে আওয়ামীলীগের নেতা কর্মীরা ইট- পাটকেল নিক্ষেপ
ও গুলি ছুটছে বলে অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি চলার মধ্যে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দলের ১৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পরবর্তী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পুলিশ কড়াকড়ি চালালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘পদযাত্রা’ পালিত হয়। এসময় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোঁড়েন এবং গুলি চালান। পরে উভয় দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। হঠাৎ রাজনীতির মাঠ গরম হওয়ায় আমরা আতংকে আছি।

আরও পড়ুন: কেশবপুরে ‘ভাব বাংলাদেশ’র উদ্যোগে প্রশিক্ষণ

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের ‘শান্তি সমাবেশে’ বিএনপির নেতাকর্মীরা আগে হামলা চালান। আত্মরক্ষার্থে আমি উপরের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি। তাদের হামলায় আমাদের ১০-১২ দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

হামলার অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন শেষে ফিরছিলেন। এমন সময় ইউপি চেয়ারম্যান রাশেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেন তারা। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: কেশবপুরে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুই দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা গুলি চালিয়েছে এ তথ্য আজ ও পাইনি। এ বিষয়টি তদন্ত করতেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা