নিজস্ব প্রতিনিধি:
নরসিংদী: ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু ও সেতু সংলগ্ন এলাকায় চলমান অপসাংস্কৃতিক কর্মকাণ্ড রোধ ও বেশি জনসমাগমের মাধ্যমে কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ নিরসনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার রাব্বী সনেট এসব অভিযানে নেতৃত্ব দেন।
বুধবার (৫ আগস্ট) ভ্রাম্যমান আদালত মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত ছাড়াও নিষিদ্ধ করেন উঠতি বয়সের যুবকদের লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাইক রেসিং নৌ-যানে সাউন্ডবক্স বাজিয়ে বখাটেপনা , অপ্রয়োজনীয়ভাবে ব্রিজে গণজমায়েত, নদীর কূল ঘেঁষে অবৈধ ভাসমান দোকান, সন্ধ্যার পরে ব্রিজের দুই প্রান্ত সংলগ্ন হোটেল ও রেস্টুরেন্ট এবং ব্রিজ ও ব্রিজ সংলগ্ন রাস্তার দুইপাশে সাউন্ডবক্স বাজিয়ে নাচ -গান এবং জেলার বিভিন্ন জায়গা থেকে বজরা সাজিয়ে ব্রিজ ও ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছৃঙ্খলতা প্রকাশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ব্রিজ সংলগ্ন এলাকায় উঠতি বয়সের ছেলেদের বখাটেপনায় লিপ্ত দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্রিজ সংলগ্ন এলাকায় এ ধরনের জনসমাগম চলমান ছিল, একইসঙ্গে বিনোদনের নামে অপসংস্কৃতির প্রসার এবং করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া প্রেস বার্তায় জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সান নিউজ/ এআর