নিজস্ব প্রতিনিধি:
মোংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত দুদিন ধরে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। হালকা ও ভারি বৃষ্টিতে মোংলা বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর কিছুটা হলেও স্বস্তি এসেছে এ অঞ্চলের মানুষের মাঝে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (৪ আগস্ট) শুরু হয়ে বুধবারও (৫ আগস্ট) সুন্দরবন উপকূল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ওই দু'দিন ধরে মোংলা বন্দরে থেমে থেমে হালকা ও ভারি বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি। মুষলধারে বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন শহরের বাসিন্দারা। নিম্ম আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। লঘুচাপে সাগর প্রচণ্ড উত্তাল, সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে জেলেরা জাল ফেলে মাছ ধরতে পারছেন না।
সুন্দরবনের দুবলারচর এলাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়েও বাজারগুলোতে উঠে আসতে পারছেন না জেলেরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বুধবার দুপুর পর্যন্ত সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাই আ্যাশসহ মোট ১২টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষা করছে। লঘুচাপে বন্দরের পণ্য খালাস-বোঝাইয়ে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও সারবাহী জাহাজের পণ্য খালাস কাজ কিছুুুটা ব্যাহত হচ্ছে। তবে বন্দর থেকে পণ্য নিয়ে দেশের অন্যান্য জায়গায় যেতে ছোট ছোট নৌ-যানগুলোর কোনো সমস্যা হচ্ছে না। বৃষ্টির মধ্যেও বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে স্বাভাবিক।
সান নিউজ/ এআর