মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩-২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম।
আরও পড়ুন : দুই দিনের মেলা একদিনে শেষ, সমালোচনার ঝড়
সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন।
ভোট গননা শেষে রাত ১১টার দিকে নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি সহ বিএনপি সমর্থিত ৯ টি পদ, আওয়ামী লীগ ৫ টি পদ ও সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী এক পদে জয়লাভ করেছেন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা (বিএনপি) ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র) ।
আরও পড়ুন : আ'লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই
এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম (আ'লীগ), অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক (আ'লীগ), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি (বিএনপি)।
কোষাধ্যক্ষ অ্যাডভোকেট হযরত আলী (আ'লীগ), লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি (আ'লীগ)।
কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ হয়েছেন অ্যাডভোকেট ফয়সাল আহাম্মেদ প্রিন্স (আ'লীগ)।
আরও পড়ুন : ৩৬ দশমিক ৪৫ ভাগ বই আসেনি
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শ. ম. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন সহ অন্যান্য পদে আরও ১৩ জন অংশ গ্রহন করেন।
অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম সহ আরও ১৩ জন অন্যান্য পদে নির্বাচনে অংশগ্রহন করেন।
এছাড়াও সাধারন আইনজীবীদের সমর্থিত সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন।
আরও পড়ুন : শাহজাহান চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার
আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।
সান নিউজ/এইচএন