সারাদেশ

আমার সাথে আল্লাহও নেই, এজন্য বিচারও চাইনি!’ 

জেলা প্রতিনিধি, পাবনা: চোখেমুখে আতঙ্কের ছাপ, আশপাশ যেন ভয় ও ভীতি ঘিরে রেখেছে। মনে প্রচণ্ড আক্ষেপ, অভিমান, হতাশা আর ক্ষোভ। মহান সৃষ্টিকর্তাও যেন তার পাশে নেই! তাই বিচার চাওয়া তো দূরের কথা প্রাণভরে কাঁন্নাটাও তার জন্যে আতঙ্কের ও ভয়ের। মনের আর্তনাদ বুকের মধ্যে চাপা দিয়েই পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় শুয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ব্যকুল মুন্নাহ আহমেদ খোকন।

আরও পড়ুন: মেম্বারের বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

খোকনের এই পরিণতি হয়েছে বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে। তার দোষ- তিনি ঈশ্বরদীর ধনীর দুলালী এক শিল্পপতির ছেলে ও তার সহযোগীদের পাখি শিকার করতে বাধা দিয়েছেন। এজন্য তাকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয়েছে, হাথুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়- হাসপাতালের ভেতর-বাহিরে ব্যাপক নজরদারি সেই ধনীর দুলালীর সহযোগীদের, যেন খোকন প্রতিবাদের জন্য মুখটাও খুলতে সাহস না পান, কাঁন্নাটাও যেন করতে না পারেন। থানায় অভিযোগ দিলেও পুলিশ বলছে- তারা অভিযোগ পায়নি।

আহত মুন্নাহ আহমেদ খোকন পাবনার ঈশ্বরদীর সীমান্তবর্তী নাটোর জেলার লালপুর থানার মাঝপাড়ার গ্রামের মৃত মনির উদ্দিন প্রামাণিকের ছেলে। পেশায় পল্লী বিদ্যুতের ফোরম্যান। স্ত্রী, ৮ বছরের কন্যা ও ৫ বছরের শিশু ছেলে নিয়ে খোকনের নিম্ন আয়ের সংসার।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সম্প্রতি ঈশ্বরদীর শিল্পপ্রতিষ্ঠান আরআরপি গ্রুপের মালিক মো. মুনসুর আলমের ছেলে রফিকুল আলম রফিক ও তার সহযোগিতারা মাঝগ্রামে অতিথি পাখি শিকার করতে গিয়েছিলেন। এসময় খোকন তাদের বন্যপ্রাণী শিকার করতে নিষেধ করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হোন রফিক ও তার সহযোগীরা। সেই ঘটনার জেরে ২৩ জানুয়ারি বিকেলে লালপুর থেকে ফেরার পথে একদল যুবক তাকে তুলে নিয়ে আসেন ঈশ্বরদীতে। সেখানে আরআরপি গ্রুপের একটি প্রতিষ্ঠানের পেছনে নিয়ে গিয়ে হাথুরি দিয়ে বেধরক মারধর করা হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

খোকনের অভিযোগ- এঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিলেও তারা মামলা নেয়নি। উল্টো রফিকের লোকজন হাসপাতাল ও তার বাড়ির আশপাশে কঠোর নজরদারিতে রেখেছেন। যেন সাংবাদিকসহ কেউ যেন তার সঙ্গে কথা বলতে না পারেন। তাই আক্ষেপ করেই খোকন বলেন- ‘আমার সাথে শুধু প্রশাসন কেন, মহান আল্লাহও নেই। তাই কারো কাছে বিচারও চাইনি। কিসের আইন, কিসের প্রশাসন। সব তো ওরাই।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন রফিকুল আলম রফিক। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে খোকনের সঙ্গে ওই এলাকায় কিছু লোকের পাখি শিকার করা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। এসময় আমি আসার পথে সেখানে থেমে এগিয়ে গিয়েছিলাম, এইটুকু। তারপর ওই দিনের পর থেকে খোকনের সঙ্গে আমার কোনও কথা নেই, দেখাও নেই। এখন কিভাবে কারা তাকে মারধর করলো আমি জানি না।’

আরও পড়ুন: মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোকন নামের কেউ অভিযোগ দিয়েছে কিনা সেটাও জানি না। দিলেও আমি এখনও পর্যন্ত জানি না।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

স্যার জগদীশচন্দ্র বস’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (২৩ নভেম্বর) বেশ কি...

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা