ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পরিচালিত নয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিপ্তর। ইটভাটা গুলোতে ৩৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনটি ইট ভাটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সব ইটভাটাকে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি পেতে চেষ্টা চলছে
গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে নিষিদ্ধ এলাকায় এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালায় পরিবেশ অধিপ্তর। ২৫ জানুয়ারি বুধবার দিনভর অভিযানে ঈশ্বরগঞ্জের মেসার্স ভাই ভাই ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স আলী ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স মাহি ব্রিক্সকে ৪ লাখ টাকা, মেসার্স সওদাগর ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স বিজয় ব্রিক্সকে ৫ লাখ টাকা, মেসার্স আফতাব ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স মোয়াজ্জেম ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স সোহেল ব্রিক্সকে ৩ লাখ টাকা, মেসার্স এ. গনি ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সওদাগর ব্রিক্স, মেসার্স বিজয় ব্রিক্স ও মেসার্স আফতাব ব্রিক্সকে এক্সকাভেটর মেশনি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ ভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ইটভাটা গুলোতে অভিযান চালানো হয়। ৯টি ইটভাটায় ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
সান নিউজ/এমআর