আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখা।
আরও পড়ুন: ট্রলার থেকে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার ২৫ (জানুয়ারি) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর প্রদিক্ষণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ করে,পরে যুব সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জন কল্যানের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে ও উন্নতশীল রাষ্ট্রে পরিণত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।
আরও পড়ুন: উলিপুরে আগুনে ৩ টাকার মালামাল পুড়ে ছাই
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা (জুয়েল), জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা সহ আর ও অনেকেই ।
সান নিউজ/এসআই