সান নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে এলাকার একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রায়পুরের নতুনবাজারের খাজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রানা (৩৫)। তিনি পৌরসভার মধুপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
আরও পড়ুন: ইভিএম কেনার প্রকল্প স্থগিত
নিহতের বন্ধু মো. মাসুদ বলেন, গত কয়েক দিন ধরে রানা কাজ খোঁজ করছিলেন। দুদিন আগেও তিনি তার কাছে আসেন। সোমবার সকালে খাজুরতলায় প্রবাসী জিহাদের ভবনের ছাদের সামনের অংশে কীভাবে রঙ করবেন তা দেখতে রানাকে বলেছিলাম।
কিন্তু রানা ছাদে ওঠার আগেই বিদ্যুতের তাড়ে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গলায় রড ঢুকে গুরুতর আহত হন।
আরও পড়ুন: ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনা শুনেছি। লাশ স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছেন। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সান নিউজ/এনজে/এমআর