মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ১১ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে ৪ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (১৮ জানুয়ারি ) বিকালে মুন্সীগঞ্জ আমলি আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার এই আদেশ দেন । এর আগে পুলিশ ৭ দিন করে ওই ডাকাতদের রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন: শ্যালিকা হত্যার পলাতক আসামি আটক
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার (এসআই) মামলা তদন্তকারী কর্মকর্তা আল-মামুন বলেন, বালিগাঁও বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত সরদার আনোয়ার দেওয়ান সহ ৮ জনকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে । ডাকাতির ঘটনায় ২৫/৩০ জন ডাকাত সদস্য অংশগ্রহণ করেছিল। তাই তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়া ডাকাতদের নাম প্রকাশ করতে পারছি না। রিমান্ডে নেওয়া ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক করে মামলা রয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, আটকৃতরা দুর্ধর্ষ ডাকাত। বালিগাঁও বাজারে ডাকাতি করার পূর্বে তারা নরসিংদীতে একটি ডাকাতি করার চেষ্টাকালে কয়েকজন আনসারকে মারধর করে অস্ত্র ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ছিনিয়ে নেওয়া অস্ত্রসহ তাদেরকে আটক করে নরসিংদী পুলিশ।
আরও বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে নরসিংদীতে আটক ওই ডাকাতরাই বালিগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: ধরা ছোঁয়ার বাইরে নুরুল হক হত্যা মামলার আসামী
উল্লেখ্য: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে ১১টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে গত বছরের (২৯ ডিসেম্বর) দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ১০০ ভরি স্বর্ণালংকার, কয়েকশ ভরি রূপাসহ কয়েক লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ করেছে ভোক্তভোগী ডাকাতরা। রাত ২টার দিকে সশস্ত্র ডাকাত দল নদীপথে ওই বাজারে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাজারের ছয় পাহারাদারকে বেঁধে ফেলে এবং ওই বাজারে থাকা দোকানদারদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১১ টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে ডাকাতি করে পালিয়ে যায়।
সান নিউজ/এসআই