নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার (১৬ জানুয়ারী) রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: আসুন আলোচনায় বসি
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ আটক করে। এসময় আরো তিনজন পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে ব্যপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান।
আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা
পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
সান নিউজ/এমআর