নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে একটি ও গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। দুটি পরিবারের লোকজেই মেয়েদের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
বিয়ে দুটি বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের একটি গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে কসবা পৌর এলাকার একটি গ্রামের প্রবাসী এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান কনের বাড়িতে হাজির হন। কনের বাবা মেয়েকে ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিলে বিয়ে বন্ধ হয়ে যায়।
সান নিউজ/ এআর