নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ: বিক্রির সময় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্টজাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া হাটে অভিযানে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ।
গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার নিম্নাঞ্চলের মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় হঠাৎ কারেন্ট জালের কদর বেড়ে যায়। জেলার বিভিন্ন হাট বাজারে কিছু মানুষ দেদারছে এসব কারেন্ট জাল বিক্রি করছেন।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, রামদিয়া বাজারে সাপ্তাহিক হাটে অবৈধ কারেন্টজাল বিক্রির জন্য বসেছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযান শুরু হলে অনেকে ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস করা হয়।
সান নিউজ/ এআর