সান নিউজ ডেস্ক : দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে ঘন কুয়াশার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : আ’লীগ মানুষের পাশে আছে এবং থাকবে
শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে যায় চার ফেরি।
অপরদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বেশকিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। ফলে তীব্র শীতে যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা
সংবাদ মাধ্যমকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন : এক যুগ পরেও ন্যায়বিচারের আশায় পরিবার
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে বলেও জানান এ মহাব্যবস্থাপক।
সান নিউজ/এইচএন