সান নিউজ ডেস্ক: সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনা ঘটেছে যশোরের শার্শায়। এ সময় দুই চোরকারবারি পালিয়ে যান।
আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়
তারা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।
শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভুলাট এলাকা থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে না পারলেও পলাতক দুজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুলাট এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ব্যাগ তল্লাশি কের ১৭ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
আরও পড়ুন: মানসিক চাপে অন্তঃসত্ত্বা হওয়া কঠিন
বিজিবি কর্মকর্তা আরও বলেন, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দেওয়া হয়েছে। জব্দ সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
সান নিউজ/এনকে