মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।
আরও পড়ুন: অনিয়মকে একেবারে প্রশ্রয় দেবো না
মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
তিনি জানান, মুন্সীরহাট এলাকার আল্লাহ মহান হোটেলে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করছিল এবং বাসি মুরগির গ্রিল বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় হোটেলটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ঐ বাজারের বিসমিল্লাহ মেশিনারিজ স্টোর নামের দোকানে পণ্য সামগ্রির মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের পুলিশ হবে স্মার্ট
এ সময় দুটি প্রতিষ্ঠান থেকেই ওই জরিমানার টাকা আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন ও সদর থানা পুলিশের একটি টিম।
সান নিউজ/এমআর