নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পশ্চিম আশ্রাফপুর ব্যাডমিন্টন টুনামেন্ট শুরু হয়েছে।
আরও পড়ুন: নষ্ট হলো ৩৬ হাজার ডিম
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নে ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম আশ্রাফপুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁঞা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাটইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বাদল, স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সুরন প্রমূখ।
আরও পড়ুন: বিচারের দাবিতে লাশ নিয়ে প্রতিবাদ
পশ্চিম আশ্রাফপুর তরুণ সংঘের আয়োজন এই টুর্নামেন্টের মোট ১৬টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলা বসুরহাট শেখ ফরিদ একাদশ বনাম ভূঁইয়ার হাট মা ডেন্টাল কেয়ার একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। এতে বসুরহাট শেখ ফরিদ একাদশ বিজয়ী হয়। টুর্নামেন্টের দাতা আবদুল্লাহ আল মামুন।
সান নিউজ/এসআই