কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে
শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় উলিপুর প্রেসক্লাবের হলরুমে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। ১৬০ পৃষ্ঠার 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইয়ের লেখক জেসমিন আক্তার বৈশাখী। বইটি প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশন থেকে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ টি এন বাংলা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, আব্দুল মালেক, সহিদুল আলম বাবুল, সাংবাদিক সাজাদুল ইসলাম, স্থানীয় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, লেখক জেসমিন আক্তার বৈশাখী ও সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: চীনকে আসল তথ্য দিতে হবে
প্রসঙ্গত, জেসমিন আক্তার বৈশাখী'র ইতিমধ্যে 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইটিসহ চোখের জল উপহার দিয়েছ আমাকে, দিন কাটেনা ভালো সময়টুকু গেছে হারিয়ে, বাস্তব জীবনটা বড় কঠিন, রাজকন্যার অহংকার, এ যুগের ভালোবাসা স্বার্থপর, বেদনা হত, চন্দ্রীমারাতে এই আটটি বই প্রকাশ পেয়েছে। এছাড়াও আরো সাতটি বই প্রকাশিত হতে যাচ্ছে।
সান নিউজ/এমআর