কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পর্যন্ত রেলওয়ে ট্র্যাক নবায়ন এবং উলিপুর রেলওয়ে স্টেশনের এপ্রোচ রোড ও কার পার্কিং এরিয়ার পুনঃনির্মান কাজের শুভ উদ্বোধন হয়েছে।
আরও পড়ুন : উলিপুরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উলিপুর রেলওয়ে স্টেশনে এসব কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি লালমনির হাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লালমনির হাট আব্দুস সালাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২৭ উলিপুর ৩ আসনের মাননীয় সংসদ অধ্যাপক এম এ মতিন।
আরও পড়ুন : প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) রাজশাহী আসাদুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরীফ, পুলিম সুপার কুড়িগ্রাম আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান।
আরও পড়ুন : পিতার ফাঁসি চেয়ে কন্যার মানববন্ধন!
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সামাজিক সাংস্কৃতিক অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দসহ সর্ব পর্যায়ের সাধারণ মানুষ।
এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সরকারের সকল প্রকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সান নিউজ/এইচএন