সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ মো. জাহিদ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪
রোববার (২৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদের শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে জাহিদের। মরদেহ মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হন জাহিদ হোসেন। তার স্ত্রী রুমা আক্তার ও মেয়ে লাবনীও দগ্ধ হন। তারা দুজনই চিকিৎসাধীন। আর দগ্ধ ছেলে ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সান নিউজ/এমআর