মোঃ মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালক ইমন মিয়ার (১২) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : নোয়াখালীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি খালে তার মরদেহটি দেখতে পায় গ্রামবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ইমন একই ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির নাছির মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে, গত রোববার (১৮ ডিসেম্বর) রাতে ১২ বছর বয়সের ইমন ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফিরে আসেনি।
আরও পড়ুন : সম্মেলনে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৫
পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরে বৃহস্পতিবার সকালে আন্দিদিল গ্রামে তার মরদেহ পাওয়া যায়। তার হাত-পা বাঁধা এবং মুখে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা ইমনকে হত্যাকরে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয় বলে ধরাণা করা হচ্ছে।
আরও পড়ুন : পদ্মায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সান নিউজ/এইচএন