মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার রাত ২ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ২ টার দিকে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে লাগা আগুনে চালের আড়ত, মুদিদোকানসহ ২৯ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা।
আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর পরই ফায়ারসার্ভিসকে ফোন দেওয়া হলেও আনুমানিক ২৫ মিনিট পর ত্রিশাল ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুড়ে যাওয়া দোকান মালিক কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিস যদি ঘটনাস্থলে দ্রুত আসতো তাহলে আগুনের ভয়াবহতা বাড়ার আগেই নেভানো সম্ভব হতো। এতে আমাদের এত ক্ষতি হতো না।
আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে বিলম্বে পৌঁছার অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রিশাল মধ্যবাজারে রাত আড়াই টার দিকে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এতে আনুমানিক ২৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা। ঘটনাস্থলের আশেপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় আমাদের দু'টি গাড়ীতে বহন করা পানি এসময় আগুন নেবাতে ব্যবহার করা হয়। এছাড়াও পাইপ লাগিয়ে অনেক দূরের নদী থেকে পানি এনে আমাদের আগুন নিয়ন্ত্রন করতে হয়।
আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।
সান নিউজ/এমআর