আদিল হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: আ’লীগের জাতীয় সম্মেলন আজ
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনা নদীর দূর্গম চর মাঝের চর প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায় ৫ শতাধিক অসহায় শীতার্থ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা ও সাধারণ সম্পাদক ইসতিহাক বাবু দিক-নিদর্শনায় কার্যনির্বাহী সদস্য আশরাফুল হক সোহেল এই কম্বল বিতরণ করেন।
আরও পড়ুন: একদিনেই শনাক্ত প্রায় ৫ লাখ
তিনি বলেন, ২০১৬ সালে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই ভোলায় অসহায় সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানো জন্য নানান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারি ধারাবাহিকতায় প্রত্যন্ত চরাঞ্চলের শীতার্থ মানুষের কষ্ট লাঘবেই আজকের এই আয়োজন।
আমরা কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে আমাদের এই প্রতিষ্ঠান। এর আগেও করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম। সমাজের অসচ্ছলদের মাঝে সেলাই মেশিন ও ভ্যান গাড়ি সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করেছেন।
সান নিউজ/এমআর