নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ: সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ-উল-আযহার জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ইমাম হাফিজুর রহমান।
শিশু ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।
এরপর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশলাইন মসজিদ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদ ও পাওয়ার হাউজ জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে যার যার সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে একের বেশি জামাতের আয়োজন করা হয়।
সান নিউজ/ এআর