কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : "তোমাদের রক্তসিক্ত মাটিতে, প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন হয়েছে।
আরও পড়ুন : উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কাচারী চত্বরে পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সভাপতি আল আমিন'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু।
আরও পড়ুন : রাগীব-দিয়ান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
ফ্রেন্ডস ফেয়ারের সাংস্কৃতিক সম্পাদক জুলফিকার আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুরের ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বাবু হরি গোপাল সরকার প্রমুখ।
আরও পড়ুন : আলু চাষে বেড়েছে নারী শ্রমিকের কদর
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এইচএন